প্রকাশিত: Mon, Aug 14, 2023 11:08 PM
আপডেট: Tue, May 13, 2025 1:15 PM

[১]পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আনোয়ার-উল- হক

ইমরুল শাহেদ: [২] সোমবার দেশটির তত্ত্বাবধায়ক সরকারের অষ্টম প্রধানমন্ত্রী হলেন সাবেক সিনেটর ও বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) এই নেতা। তিনি পাকিস্তানের সাধারণ নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। সূত্র: জিওটিভি

[৩] প্রেসিডেন্ট আরিফ আলভি আইওয়া-ই-সদরে শপথবাক্য পাঠ করান আনোয়ার-উল- হক কাকরকে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা। 

[৪] সেনাপ্রধান জেনারেল অসীম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা, সিনেট চেয়ারম্যান সাদিক সানজরানিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

[৫] সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রোববার গভীর রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর ক্ষমতার উপর আমার আস্থা আছে।’

[৬] উভয় পক্ষের রাজনীতিবিদরা - সাবেক সরকার এবং বিরোধী দল - এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন এবং আশা করছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন।

[৭] কয়েক মাস ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতায় জর্জরিত একটি দেশের দায়িত্ব নেওয়ার পর কাকরের প্রথম কাজটি হলো দেশ পরিচালনার জন্য একটি মন্ত্রিসভা বেছে নেওয়। 

[৮] গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে। সম্পাদনা: ইকবাল খান